ভিয়েতনামের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক: ভিয়েতনামের বিপক্ষে শুরুটা ভালো ছিল না, শেষটাও হয়নি প্রত্যাশামতো। একবারও প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই হেরে গেল।

বুধবার ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের লড়াইয়ে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারে যুবারা।

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিয়েতনাম। ম্যাচের ১১ মিনিটেই তারা প্রায় এগিয়ে যাচ্ছিল। এনগুয়েন ফি হোয়াংয়ের নেওয়া দূরপাল্লার শটটি পোস্টে লেগে ফিরে আসে। তবে গোলের জন্য তাদের অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। ১৫ মিনিটে বাঁ দিক দিয়ে দারুণ এক আক্রমণ গড়ে তোলেন এনগুয়েন এনগোচ মাই। থ্রু বল ধরে এগিয়ে গিয়ে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এ সময় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ছিলেন কিছুটা বিভ্রান্ত।

প্রথমার্ধের শেষদিকে খানিকটা রক্ষণ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৩৪ মিনিটে শেখ মোরসালিনের ফ্রি-কিক যদিও সোজা গোলরক্ষকের হাতে ধরা পড়ে। কিছুক্ষণ পর আল-আমিনের নেয়া দুর্বল শটও প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য কঠিন কোনো পরীক্ষা তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও দৃশ্যপট বদলায়নি খুব একটা। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে ভিয়েতনাম। ৫৯ মিনিটে জুয়ান বাকের নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে তার আরেকটি শট কর্নারের বিনিময়ে ঠেকান শ্রাবণ। একইভাবে ৭৪ মিনিটে লে ভিক্তরের শটও রক্ষা করেন তিনি। যদিও এই অর্ধে বেশ কয়েকবার নিশ্চিত গোল ঠেকিয়ে রেখেছিলেন শ্রাবণ, কিন্তু শেষরক্ষা হয়নি।

ভিয়েতনামের দ্বিতীয় গোলটি আসে ৮২ মিনিটে। কর্নার কিক থেকে ফাম ডি লুকের হেড পাস ধরে লে ভিক্তর হেডেই বল পাঠিয়ে দেন জালে। আগের কিছু আক্রমণ প্রতিহত করলেও এবার শ্রাবণ কিছুই করতে পারেননি।

এই হারে বাছাই পর্বে হতাশাজনক সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ইয়েমেনের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে প্রথম ম্যাচেই সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে ভালো শুরু করেছে ইয়েমেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top