পড়া হয়েছে: ২২
চাটগাঁ নিউজ ডেস্কঃ নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত শিশুটির নাম মোবাশ্বেরা (৪)।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন।
এই বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান চাটগাঁ নিউজকে জানান, ভোরে মোবাশ্বেরা নামে বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর শ্বাসনালীতে বেশি বার্ন ছিল।
চাটগাঁ নিউজ/এসবিএন