ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষও হয়ে উঠতে হবে- মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি দেশ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়েছে অনেক আগেই। কলেজের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে সেই বিষয়টি মনে ধারণ করতে হবে। এই অর্জনকে ধরে রাখতে হলে ভাল ফলাফলের পাশাপাশি নিজেদেরকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার মোটেল সৈকত হল প্রাঙ্গণে এ্যালামনাই এসোসিয়েশন অব গভঃ হাজী মুহাম্মদ মহসিন কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি নিরাপদ উন্নত শহরে পরিণত করতে সব সংস্থাকে এবং নাগরিকদের সাথে নিয়ে চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে চাই। এক্ষেত্রে আপনাদের সচেতন আচরণই হবে উন্নত নগর বিনির্মাণে আপনাদের নাগরিক সহায়তা।
তিনি আরো বলেন, চসিকের শিক্ষা বিভাগকে আধুনিকীকরণে কাজ করছি। বিভিন্ন সেবা সংস্থার সাথে বসে সমন্বয়হীনতা কাটানোর চেষ্টা করছি। আমি ৪১ টি ওয়ার্ডে খেলার মাঠের সুবিধা তৈরির করার চেষ্টা করছি। ঋণগ্রস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায়মুক্ত করতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দুর্নীতি বন্ধের চেষ্টা করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহমেদ উল আলম চৌধুরী রাসেল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিকে মহিউদ্দিন শামীম, কামরুল মেহেদি, আশরাফুল আনোয়ার হীরন, রাজিউর রহমান সেন্টু, জিয়া উদ্দিন খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিজিএমইএ সহায়ক কমিটি চট্টগ্রাম অঞ্চলের সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top