সিপ্লাস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে। জবাব দিতে নেমে ওপেনিংয়ে নাঈম শেখ ও মেহেদী মিরাজ ৫৫ রান যোগ করেন। এরপরই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরেছেন মিরাজ, নাঈম ও সাকিব।
বাংলাদেশ ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তিনে নামা লিটন দাস। তার সঙ্গী মুশফিকুর রহিম।
এর আগে মিরাজ ২৯ বলে চারটি চারে ২৮ রান করে আউট হয়েছেন। নাঈম ৪৬ বলে ২১ রান করে দৃষ্টিকুটভাবে ক্যাচ দিয়েছেন। বাউন্সে পুল খেলার প্রস্তুতি নিয়ে বলে শুধু ব্যাট ছুঁইয়ে দিয়েছেন তিনি। এরপর সাকিব ফিরেছেন ৩ রান করে।
এর আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন চারে নামা ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। ৭২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ওই ইনিংস খেলেন তিনি।
এছাড়া শ্রীলঙ্কার হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা ৪০ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস ৫০ রান করেন। দাশুন শানাকা যোগ করেন ২৪ রান।
বাংলাদেশের হয়ে পেসার তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। অন্য পেসার শরিফুল নিয়েছেন দুই উইকেট। শ্রীলঙ্কার নয় উইকেটের আটটিই নিয়েছেন পেসাররা।