পড়া হয়েছে: ২১
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ভালুকিয়া – চাকুয়া পাড়া সড়কের ব্রিজের পাশে অবৈধভাবে পাচারের জন্য মজুদ অবস্থায় রক্ষিত ১১৬.২০ ঘনফুট সেগুন ও গামারের গোল কাঠ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ৪১ বিজিবির ঢং ছড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে সোমবার (১৬ অক্টোবর) রাতে এই কাঠ জব্দ করেন।
রাইখালী রেন্জ কর্মকর্তা জাহিদুল ইসলামের বলেন জব্দকৃত সেগুন ও গামার গোল কাঠের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
তবে এসময় কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে তিনি জানান।জব্দকৃত কাঠ গুলো রাইখালী রেঞ্জে জমা রাখা হয়েছে।