চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভেঙ্গে পড়েছে নগরীর ২নং গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা মোড়ে অবস্থিত কালভার্টটি। এতে সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এদিকে আজ বুধবার সকাল ১০টার দিকে ভেঙ্গে যাওয়া কালভার্ট পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় দ্রুত কালভার্ট নিমার্ণের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া চট্টগ্রামে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বহু এলাকার সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ছাড়াও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর থেকে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, ২নং গেট, আগ্রাবাদ, বাকলিয়া, চান্দগাঁও, সিরাজ-উদ-দৌলা রোড, হাজি পাড়া ও অনন্যা আবাসিক এলাকায় কোমর থেকে বুক সমান পানি জমে যায়।
নগরবাসীরা জানান, জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়। আবার কিছু এলাকায় সিএনজি ও রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করেছেন।
হাজি পাড়া এলাকার বাসিন্দা নেজাম উদ্দিন টিপু বলেন, আমাদের এলাকায় প্রায় পানি উঠে কিন্তু আজকের মতো পানি আগে দেখিনি। আমাদের ঘরে হাটু সমান পানি জমে গেছে। সকালে অফিস যেতে পারিনি জলাবদ্ধতার জন্য। আমরা হাজিপাড়াবাসিরা সহসা এই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না।
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বুধবার রাত থেকে নগরীতে বৃষ্টিপাত শুরু হয়। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, রাত থেকে সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গায় ৩২ মিলিমিটার এবং আমবাগানে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কেবল আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ