ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামে দুর্ভোগ

চাটগাঁ নিউজ ডেস্ক : ভারি বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয় দফায় জলাবদ্ধতা হয়েছে বন্দরনগরীতে। এতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার রাত থেকে টানা বর্ষণের ফলে সকালে নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকা, আতুরার ডিপো, কাপাসগোলা, চকবাজারের একাংশ, মুরাদপুর, জিইসি মোড়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একাংশ, হাজীপাড়া এলাকায় মূল সড়ক, অলিগলি পানিতে ডুবে যায়। এসব এলাকায় সড়ক ও অলিগলিতে কোথাও কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি হয়। যে কারণে সকালে বিভিন্ন কর্মস্থলগামী লোকজন বাসা থেকে বেরিয়ে জলজটের কবলে পড়েন। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গণপরিবহন কম থাকায় কর্মজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দুর্ভোগ পেহাতে হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে বায়ূচাপের আধিক্য আছে। এজন্য বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর কমতে পারে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা বলেন, ‘রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে। সকালে একেবারে মুষলধারে বৃষ্টি ছিল। এজন্য কয়েকটি এলাকায় আগের মতোই জলাবদ্ধতা হয়েছে। তবে কাতালগঞ্জ ও কাপাসগোলা এলাকা ছাড়া প্রায় সবখানে ঘণ্টাখানেকের মধ্যে পানি নেমে গেছে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top