ভারত থেকে এলো আরো ১০ হাজার মেট্রিক টন চাল

চাটগাঁ নিউজ ডেস্ক: ভারত থেকে আরও ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এমভি পিএইচইউ থান জাহাজটি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv PHU THANH জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…

Scroll to Top