ভারতে লাগেজ বিড়ম্বনায় হামজাসহ ১৬ ফুটবলার

ক্রীড়া ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল বৃহস্পতিবার ভারতের শিলংয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে শিলংয়ে সবাই সুস্থ-স্বাভাবিকভাবে পৌঁছালেও ১৬ জনের লাগেজ আসেনি নির্দিষ্ট সময়ে। ভারতের এয়ারলাইন্স ইন্ডিগো অবশ্য মধ্যরাতে বাংলাদেশ টিম হোটেলে সেই সকল লাগেজ পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের হয়ে এটাই প্রথম সফর ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরির। প্রথম সফরেই লাগেজ বিড়ম্বনায় পড়েছিলেন তিনি। ফুটবল দল ঢাকা থেকে কলকাতায় পৌঁছায়। সেখানে ইমিগ্রেশন শেষ করে কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে শিলংয়ের উদ্দেশ্যে।

শিলং থেকে বাংলাদেশের ম্যানেজার আমের খান বলেন, ‘সেই ফ্লাইটে হামজা চৌধুরি, তারিক কাজী, তপুসহ আরো ১৩ জনের লাগেজ নির্দিষ্ট সময়ে আসেনি। রাতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদের টিম হোটেলে লাগেজগুলো পৌঁছে দেয়।’

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ দলের মুসলিম ফুটবলাররা পুলিশ বাজার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। বাংলাদেশ দল আজ বিকেলে উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করবে। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এই অনুশীলন।

দুই ফেডারেশন মাঠ আলোচনা করছিল আগে থেকেই এরপরও আজ ম্যানেজারকে মাঠ নিশ্চিত করতে হয়েছে আলোচনা করে। এএফসির নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যু শিলংয়ের জওহররলাল নেহেরু পোলা গ্রাউন্ডে অনুশীলন করতে পারবে বাংলাদেশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top