ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।

গভর্নর এস আবদুল নাজির বলেন, পদদলিত হয়ে নয়জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক— এই প্রার্থনা করি।’

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপথি বিজয়ের এক প্রচারণা সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়।

জুন মাসে, ওড়িশার উপকূলীয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে হঠাৎ ভিড় বেড়ে গেলে পদদলিত হয়ে মারা যান অন্তত তিনজন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।

জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে কুম্ভমেলা উৎসবে ভোরবেলা পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top