চাটগাঁ নিউজ ডেস্ক : রাহুল গান্ধী ভারতের জাতীয় সংসদের নিম্নকক্ষ ১৮তম লোকসভায় বলে জানা গেছে।
জাতীয় কংগ্রেস (এএনসি) দলের ওয়ার্কিং কমিটির এক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়। শনিবার দিল্লিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) জাতীয় কংগ্রেস দলের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
রাহুল গান্ধী ১৮তম লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি এবং কেরালার ওয়ানডা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ওয়ার্কিং কমিটির সভার পর কংগ্রেস দলের সংসদ সদস্য কুমারি সেলিজা বলেন, কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির ইচ্ছা, রাহুল গান্ধী লোকসভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হবেন।
কংগ্রেসের রিজুলেশনে লোকসভা নির্বাচনি অভিযানে সাফল্যের জন্য রাহুল গান্ধীর প্রশংসা করা হয়।
শনিবার দিল্লিতে কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় কংগ্রেস সংসদীয় দলের দলীয় চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে, প্রিয়াঙ্কা গান্ধী, মনীশ তেওয়ারি, ডিকে শিবকুমার এবং রাবনাথ রেড্ডি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস দল নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট (ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) পেয়েছে ২শ ৩২টি আসন এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) পেয়েছে ২শ ৯৩টি আসন।
বিজেপি এককভাবে পেয়েছে ২শ ৪০টি আসন এবং জাতীয় কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।
চাটগাঁ নিউজ/এআইকে