পড়া হয়েছে: 135
সিপ্লাস ডেস্ক: ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, জানিয়েছে প্রশাসন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে মিজোরামের আইজল থেকে ২১ কিলোমিটার দূরে। নিহতরা সবাই শ্রমিক এবং ধসে পড়া সেতুর নিচে অনেকে আটকা পড়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। পাহাড়ের দুর্গম এলাকায় উদ্ধারকাজ চলাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।







