আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়ায় একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন ভক্ত।
আজ শনিবার (০৩ মে) ভোরে শ্রীগাওয়ের লায়রাই মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আহত ভক্তদের উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
গোয়ার শ্রীগাও গ্রামের লায়রাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূরদূরান্ত বহু মানুষ শ্রীগাওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে।
চাটগাঁ নিউজ/এমকেএন