ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বির এই লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করছে পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের প্রথম বৈধ বলেই উইকেট হারিয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার করা অফ স্টাম্পের বাইরের কিছুটা খাটো লেংথের বল বৃত্তের ভেতরে দাঁড়ানো ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাইম আইয়ুব, টাইমিং না হওয়ায় পয়েন্টে বুমরাহর হাতে ধরা পড়েন তিনি।

তিনে নেমে দলের বিপদ আরো বাড়িয়েছেন মোহাম্মদ হারিস। এই টপ অর্ডার ব্যাটার বুমরাহর পেস আর সুইংয়ে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বুমরাহর বলে হার্দিকের হাতে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে ৫ বলে ৩ রান করেছেন হারিস।

৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ এই ব্যাটার ১৫ বলে করেছেন ১৩ রান।

৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৫ রান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top