পড়া হয়েছে: ২৪
সিপ্লাস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় শিরোপার কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হলো বাংলাদেশ নারী ‘এ দলকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে শিরোপা নিশ্চিত করেছে ভারত।
ভারতের দেওয়া ১২৮ রানের জবাবে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ ইনিংস। ৩১ রানে জয় পাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শ্রেয়াংকা পাতিল।
বুধবার বৃষ্টিময় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালও মাঝপথে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। বৃষ্টি থামলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৪ বল আগেই গুটিয়ে গেছে লতা মণ্ডলের দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান নাহিদা আক্তার এবং ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি।