ভারতের ‍উপনির্বাচনের ফলাফল ঘোষিত

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের মহারাষ্ট্র, ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও দুইটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে দুটি লোকসভার আসন ছিল কেরালা ও মহারাষ্ট্রে। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

বিধানসভার আসনগুলো হলো- উত্তরপ্রদেশে ৯টি, রাজস্থানে সাতটি, পশ্চিমবঙ্গে ছয়টি, আসামে পাঁচটি, বিহারে চারটি, পাঞ্জাবে চারটি, কর্ণাটকে তিনটি, মধ্যপ্রদেশে দুইটি, কেরালায় দুইটি, সিকিমে দুইটি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং ছত্রিশগড়, গুজরাট, মেঘালয়, উত্তরাখন্ডে একটি করে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফলাফলে বিজেপির প্রার্থীরা বেশি আসনে জয়ের খবর পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের যে ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল তার সব কয়টিতেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রগুলো হলো- সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি।

গত ২০২১ সালের বিধানসভার নির্বাচনে এই ছয়টি আসনের মধ্যে কেবলমাত্র মাদারিহাট আসনে জয় পেয়েছিল বিজেপি, বাকি পাঁচটিই তৃণমূলের দখলে ছিল। কিন্তু এবারের উপনির্বাচনে সেই আসনটিও নিজেদের দখলে নিল তৃণমূল।

সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট কেন্দ্রে জয়প্রকাশ তোপ্পো (তৃণমূল), তালডাংরা কেন্দ্রে ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল), মেদিনীপুর কেন্দ্রে সুজয় হাজরা (তৃণমূল), হাড়োয়া কেন্দ্রে এস.কে রবিউল ইসলাম (তৃণমূল) এবং নৈহাটি কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।

এই ছয় বিধানসভা কেন্দ্রের বিধায়করাই সম্প্রতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে এই আসনগুলোতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে।

গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে একাধিক নারী নির্যাতনের ঘটনা। মূলত এই আবহেই গত ১৩ নভেম্বর এই ছয়টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/ইউডি   

Scroll to Top