ভারতীয় সিনেমার জন্য গাইলেন ঢাকার অমি

বিনোদন ডেস্ক: দেশের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমি। এ গায়ক ইতোমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

সম্প্রতি তার গাওয়া ‘দুই চাক্কার সাইকেল’ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। শুধু দেশেই নয়, এপার বাংলা পেরিয়ে ওপার বাংলার দর্শক, প্রয়োজক ও নির্মাতাদের অমির গান মন ছুঁয়েছে। তারই সুবাদে প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় প্লেব্যাক করলেন শ্রোতাপ্রিয় এই গায়ক।
জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি। গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। সিনেমাটি আগামী ২৫ এপ্রিল ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান।

ভারতীয় বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৈয়দ অমি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, গেল ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। তবে কাউকে বলিনি। ৯ এপ্রিল সিনেমাটির ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই। লিংকন দাদাও আমাকে জানিয়েছেন, গানটি টিমের সবাই পছন্দ করেছেন।

যোগ করে এই গায়ক আরও বলেন, ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমার জন্য বেশ আনন্দের। দেশের পাশাপাশি ভারতের সিনেমায় প্রথমবার প্লেব্যাক করার সুযোগ পেয়েছি। আশা করছি, গানটি ওপার বাংলার দর্শকদের ভালো লাগবে। দেশের পাশাপাশি ভারতের সিনেমাতেও নিয়মিত কাজ করতে চাই।

‘আড়ি’ সিনেমায় এক মা ও ছেলের গল্প ওঠে এসেছে। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। সিনেমায় তার ছেলের চরিত্রে রয়েছেন যশ। নুসরাত ও যশের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

ঢাকার সিনেমায় প্রথমবার সৈয়দ অমি প্লেব্যাক করেন অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায়। এরপর সোলাইমান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় গেয়েছেন তিনি। সিনেমাগুলোতে অমির গানে পারফর্ম করেছেন নিরব-মিথিলা, অপু বিশ্বাস-জয় চৌধুরী, আনিসুর রহমান মিলন-শবনম ইয়াসমিন বুবলী। মুক্তির অপেক্ষায় আছে অমির গাওয়া ‘কয়লা’ সিনেমায় ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের একটি গান।

ভিউয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তার ‘দুই চাক্কার সাইকেল’ গানটি। এছাড়াও ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’ নামের গানটি সর্বশেষ মুক্তি পেয়েছে এ গায়কের।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top