পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বায়েজিদ থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯) সদস্য নাঈম বিশ্বাসের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈম বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, নাঈম বিশ্বাসের লাশ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানার টয়লেট থেকে থানার এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/এসএ






