সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে বিভিন্ন রঙ বেরঙের পোষ্টার প্লেকার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্লোগানে মুখরিত করে মিছিল।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে ভাটিয়ারী স্টেশন রোড থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে ব্যাংক এশিয়ার সামনে গিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মেম্বার, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি শেখ শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক সোলেমান রাজ, ওয়ার্ড বিএনপি নেতা মো. ফিরোজ আলম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ইরফানুল হক রকি, ওয়ার্ড সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক রমজান আলী, ফরিদুল আলম, কাইসারুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মঞ্জু, কৃষকদল নেতা মো. মহিউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়ির সহ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সহ সভাপতি সাইফুল ইসলাম সাক্কু, সিনিয়ন যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, আবু জাবেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন জিয়াসহ বিএনপি, যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/দুলু/এসএ






