ভাটিয়ারীতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা, গ্রেফতার ১

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটার অপরাধে মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা। অভিযানের সময় পাহাড় কাটার দায়ে মজনু খন্দকার নামক ১ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভাটিয়ারী ইউনিয়নে মীর গ্রুপের মালিকানাধীন মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অপরদিকে একইদিন সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এলাকার মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কর্তন করে রাস্তা ও গার্ড ওয়াল নির্মাণের অপরাধে সালমা খানম নামে ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, সদর দপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাবসহ মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

চাটগাঁ নিউজ/কামরুল/এআইকে

Scroll to Top