সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসকান ভেজিটেবল অয়েলের ভাউচারের ধাক্কায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন।
নিহতরা হলেন- মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা জাহানাবাদ এলাকার মো. মানিকের ছেলে মো. আরিফ (২৮) এবং একই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. জুয়েল (২৯)। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর।
জানা গেছে, নিহত দুই বন্ধু মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে ইউটার্ন করা সময় ঢাকামূখী মুসকান ভেজিটেবল অয়েলের ভাউচার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।লাশ দুটি উদ্ধার করে স্থানীয়রা পরিবারের কাছে বুঝিয়ে দেয়। তবে স্থানীয়রা ঘাতক ভাউচারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এদিকে, একই গ্রামের দুজনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন