সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক বান্দরবান জেলার লামা থানার পূর্ব শিলাপাড়া গ্রামের মো: বজল আলীর ছেলে। সে প্রাণ কোম্পানির সেলসম্যান বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ মে) উপজেলার ভাটিয়ারী এলাকার মুন্সি মাইনুদ্দিন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার কাঁচা বাজারের পশ্চিম পাশে এবং মসজিদের সামনে ঢাকামূখী লেনে একটি কাভার্ডভ্যান বাই সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আবদুল মোমিন বলেন, ঢাকামূখী একটি কাভার্টভ্যান একটি সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হবে।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন