ভাগিনীকে ধর্ষণের পর হত্যা: ঘাতক মামা ডিবির জালে ধরা 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে ভাগিনীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত মামা নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। তিনি জানান, চন্দনাইশের আলোচিত ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (শুক্রবার) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গত ৮ এপ্রিল (বুধবার) চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় আরজু আক্তার নামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক নাজিম। ঘটনাটি দেখে ফেলায় আরজুর নানা-নানিকেও কুপিয়ে জখম করে সে পালিয়ে যায়।

আহত নানা-নানি হলেন— আরজুর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগম। তাদের চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ 

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top