সীতাকুণ্ড প্রতিনিধি : বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে ট্রেনে চড়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন মো. আরমান (২২) নামে এক যুবক। ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। অসর্তক মুহূর্তে ট্রেনের ছাদ থেকে থেকে পড়ে তার মৃত্যু ঘটে।
রোববার (৩ আগষ্ট) সকালে উপজেলার সীতাকুণ্ড পৌরসভা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরমান ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বাউরা গ্রামের মো. আনিছের ছেলে।
জানা যায়, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ঢাকামূখী ট্রেন থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন মো. আরমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত আরমানের বড় ভাই মো. রোমান বলেন, আমার ছোট ভাই চট্টগ্রামের কাটগড় এলাকায় একটি হোটেলে কাজ করতো। সোমবার ময়মনসিংহের গ্রামের বাড়িতে আমার বিয়ের আয়োজন ছিল। বিয়ে উপলক্ষে সে ট্রেনে করে বাড়ি যাচ্ছিল। অসতর্ক অবস্থায় সে ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, সীতাকুণ্ড স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ট্রেন থেকে যাত্রী পড়ে মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
চাটগাঁ নিউজ/দুলু/এসএ