পড়া হয়েছে: 63
নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় দুই শত বছরেরও বেশি পুরনো বলুয়ার দীঘি অবৈধভাবে ভরাট করে ফেলা হচ্ছে। ঐতিহ্যবাহী এই দীঘিটির বহু অংশ ইতোমধ্যে ভরাট করে ফেলা হয়েছে। যেটুকু অবশিষ্ট আছে তাও রাতের আঁধারে মাটি ও আবর্জনা ফেলে দ্রুত ভরাট করা হচ্ছে দীঘির বিভিন্ন অংশ।
তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই। এলাকাবাসীর আশঙ্কা, শিগগিরই হারিয়ে যেতে পারে নগরীর ঐতিহ্যের নিদর্শন এই দীঘি।
জানা যায়, এলাকার হাজার হাজার মানুষ বলুয়ার দীঘির পানি ব্যবহার করে আসছিল। কিন্তু আজ তা হারিয়ে যেতে বসেছে দখলদার আর লোভী মানুষের হাতে।
বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে………………………………..
চাটগাঁ নিউজ/আব্বাছ/এমকেএন