ভবন ঝুঁকিতে রোসাংগিরী আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রোসাংগিরী আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ চরম ঝুঁকির মুখে।

১৯২১ সালে এলাকার মানুষের দানে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘ সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ২৭০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন একদল নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা।

বিদ্যালয়ের পুরোনো ভবন সংকট মোকাবিলায় ১৯৯৩-৯৪ অর্থবছরে সরকার একটি দ্বিতল ভবন নির্মাণ করে। এরপর ২০০৭ সালে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় নির্মিত হয় আরেকটি ভবন। কিন্তু ২০১৫-১৬ সালে ভবনের নিচের পিলারে ফাটল দেখা দিলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষক বিষয়টি তৎকালীন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ২০২০ সালে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে ভবনের মেরামতের কাজ সম্পন্ন হয়।

তবে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ— সংস্কার কাজে ছিল বড় ধরনের দুর্নীতি। কারণ, সংস্কারের মাত্র চার বছর পর আবারও ফাটল দেখা দেয় ভবনের বিভিন্ন অংশে। ফলে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। বর্তমানে উপজেলা প্রশাসনের নির্দেশে ভবনের নিচতলায় শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা প্রতিদিন আতঙ্কের মধ্যে স্কুলে আসে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন কিংবা স্কুল পরিবর্তনের চিন্তাভাবনা করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা জানান, শিক্ষার পরিবেশ ও মান ভালো হলেও ভবনের ঝুঁকির কারণে স্কুল কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা দ্রুত নতুন ভবনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, ভবনের ঝুঁকির বিষয়টি আমলে নেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিনে পরিদর্শন করে ভবনের ঝুঁকির মাত্রা নিরূপণ করে দ্রুত প্রতিবেদন দেবে। যদি ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হয়, তাহলে সেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে অস্থায়ীভাবে বিকল্প ব্যবস্থায় পাঠদান চালানো হবে।

প্রায় শতবর্ষ পুরোনো এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শুধু রোসাংগিরী ইউনিয়নের নয়, পুরো উপজেলার জন্য গৌরবের বিষয়। ভবনের ঝুঁকি নিরসনে এবং শিক্ষার্থীদের নিরাপদ পাঠদান নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণে সরকারের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top