‘ব্যালট একটি গোপনীয় আমানত, এটি কাউকে দেখাবেন না’

আমিরাত প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট প্রবাসীরা এক থেকে দেড় মাস আগে পেয়ে যাবেন। আর এই ব্যালট একজন ভোটারের গোপনীয় আমানত—যার ব্যবহার দায়িত্বশীলভাবে করা প্রয়োজন। কাকে ভোট দিচ্ছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বা অন্য কারো সাথে শেয়ার না করার আহ্বান জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্র আপনাকে বিশ্বাস করে বলেই অগ্রিম ব্যালট পাঠিয়ে দিচ্ছে। তাই গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের কর্তব্য।

সোমবার (৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের পোস্টাল ভোটদান বিষয়ে প্রচারণামূলক সভায় দুবাই কনস্যুলেটে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন সভায় স্বাগত বক্তব্যে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, প্রবাস থেকে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। পুরো নির্বাচনী ব্যবস্থায় এটি একটি নতুন অধ্যায় যুক্ত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কনস্যুলেটের কর্মকর্তা আব্দুস সালাম, মো. আশফাক হোসেন, মো. আরিফুর রহমান, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ, আশীষ কুমার সরকার, শাহনাজ পারভীন, এছাড়া কমিউনিটি নেতা ও প্রবাসী সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারের নিয়ম, ব্যালটের নিরাপত্তা, এবং ভোট পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়।

আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোটকে কেন্দ্র করে লোকসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সভায় ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করা হয়েছে।

এছাড়া দূতাবাস ও কনস্যুলেটের ফেসবুক পেইজে নিয়মিত পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়ম জানানো হচ্ছে তাই পেইজ দুটিতে চোখ রাখার অনুরোধ জানান মিশন কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/সায়েম/এমকেএন

Scroll to Top