চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া এ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তিনি গ্রেপ্তার হোন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। ভুক্তভোগী ছাত্রদের সাথে একাত্ম ঘোষণা করে আন্দোলনে অংশ নেন। ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যে এজাহারনামীয় আসামিরা পরিকল্পিতভাবে কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনার অনুভূতিতে আঘাত করে। শান্তিপূর্ণ আন্দোলনকে উসকে দিয়ে সারাদেশে সহিংস আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি করে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বৈরাচার সরকার পতনের একদফা দাবীতে উত্তরার বিভিন্ন সড়ক সহ ঘটানাস্থল উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের পশ্চিম পাশে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করে।
গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উল্লেখিত এজাহারনামীয় আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে দাঙ্গা সংগঠিত করে ছাত্র-জনতার ওপর অতর্কিতভাবে গুলি চালান। আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী। ওই সময়ে ভুক্তভোগী রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৩০ নম্বর আসামি তুরিন আফরোজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।
চাটগাঁ নিউজ/জেএইচ

 
															
 
								




