ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হার পাকিস্তানের

চাটগাঁ নিউজ ডেস্ক : মাত্র ১২০ রানের টার্গেট। এই রানও তাড়া করতে পারলো না পাকিস্তান। ভারতের বোলিং তোপে থুবড়ে পড়লো গ্রিন ক্যাপদের ব্যাটিং লাইন-আপ। হেরে গেলো ৬ রানে।

নিউ ইয়র্কে আগে ব্যাটিংয়ে নেমে ১১৯ রানে অলআউট হয় ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। জাসপ্রিত বুমরাহর করা ৫ম ওভারের ৪র্থ বলে ১৩ রানে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলীয় ৫৭ রানে সাজঘরে ফেরেন উসমান খান। এই ওয়ানডাউন ব্যাটারের সংগ্রহও ১৩ রান।

এমনকি টু-ডাউন ফখর জামানও আউট হন একই ঘরে। ৭৩ রানে তিন উইকেট হারানো পাকিস্তানের বিপদ বাড়ে মোহাম্মদ রিজওয়ান আউট হলে। দলীয় ৮০ রানে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৩১ রান করেন এই সেট ব্যাটার।

এরপর রান করার চেষ্টায় মাত্র ৪ রানে আউট হন শাদাব খান। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শেষ ভরসা ছিলেন ইফতেখার আহমেদ। তবে এই ব্যাটার ৫ রানে আউট হলে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের ব্যাটিং যথেষ্ট হয়নি পাকিস্তানের জন্য।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top