ব্যাংকের শেয়ারদর বাড়লেও সূচক কমেছে

চাটগাঁ নিউজ ডেস্ক:  ব্যাংক খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তার পরও টানা চার দিন সূচক বৃদ্ধির পর গতকাল সূচক কমেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে ৩৯৬টির। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ৭১টির দর। বেশির ভাগ শেয়ার দর হারানোয় ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট হারিয়ে ৫২০০ পয়েন্টের নিচে নেমেছে।

পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতের ৩৬ ব্যাংকের মধ্যে ২৩টির দরবৃদ্ধির বিপরীতে মাত্র একটির দর কমেছে। তাতে সূচকে যোগ হয়েছে প্রায় ১৪ পয়েন্ট।

তবে বিএটি বাংলাদেশের শেয়ারের দর হ্রাস সূচক কমিয়েছে সাড়ে ৫ পয়েন্টের বেশি। একইভাবে বেক্সিমকো ফার্মার কারণে সূচক হারিয়েছে সোয়া ৪ পয়েন্ট। এ ছাড়া বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, লাফার্জ-হোলসিম, পাওয়ার গ্রিডের দর হ্রাস সম্মিলিতভাবে সূচক কমিয়েছে আরও প্রায় ৫ পয়েন্ট। গতকাল সূচক ১৮ পয়েন্ট হারালেও এর আগের চার কর্মদিবসে বেড়েছিল প্রায় ৪৯ পয়েন্ট। এর মধ্যে অনেক শেয়ারের দর কমার পরও ইসলামী ব্যাংকসহ বেশির ভাগ ব্যাংকের শেয়ারদরে ভর করে সূচক বেড়েছিল প্রায় ৩৪ পয়েন্ট।

এদিকে লেনদেনে খরা চলছেই। গতকালও সার্বিকভাবে শেয়ার কেনাবেচার পরিমাণ কমেছে। অবশ্য গত সপ্তাহে দিনের লেনদেন তিনশ কোটি টাকার নিচে নামলেও এ সপ্তাহের প্রতিদিনই তিনশ কোটি টাকার ওপর শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৩১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা বুধবারের তুলনায় প্রায় ১৭ কোটি টাকা কম।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা ২০ কোম্পানির সাকল্যে প্রায় ১৩৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সাড়ে ৪৩ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ১৮ লাখ টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল রবি। সাড়ে ১০ থেকে প্রায় ১১ কোটি টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশনস।

সার্বিক দর পতনের মধ্যেও গতকাল ৫ শতাংশের ওপর দর বেড়েছে ১২ কোম্পানির। এর মধ্যে সর্বাধিক প্রায় ১০ শতাংশ দর বেড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের। সর্বশেষ বিক্রি হয়েছে ২৪ টাকায়, যা ছিল সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দর। এ ছাড়া গতকাল খুলনা প্রিন্টিং, ওয়ান ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির দর ৮ থেকে সাড়ে ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top