নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চকবাজারের আমীরবাগ আবাসিক এলাকায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সরোয়ার আলম খানের বাসায় গ্রিল কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এসআর ভবনে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাতের তিনটা পাঁচ মিনিটেই চোরের দল দেওয়াল টপকে বাসার পিছনের ব্যালকনি গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। তারা আগে থেকে জানতেন ঘরে কেউ নেই। সে সুযোগেই চুরি করে নিয়ে গেল প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার।
চুরি হয়ে যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৬৮ হাজার টাকা উল্লেখ করে ব্যবসায়ী সরোয়ার আলম খান বলেন, শুক্রবার রাতে বাসায় আমি একা ছিলাম। আমরা পাঁচ ভাই-বোনের সকল স্বর্ণ আমার বাসায় ছিল। রাত তিনটার দিকে বাসার পিছনের ব্যালকনির গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। তারা আনুমানিক ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেছি।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, গ্রিল কেটে বাসায় ঢুকে চুরি করেছে চোর চক্র। সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ