রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমির কুলাল পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ড্রেনগুলো হাঁটু সমান আবর্জনায় পরিপূর্ণ হয়েছিল। এসব ড্রেন থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত পর্যন্ত বাসিন্দাদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার ও মুহাম্মদ আলী।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় ড্রেনগুলো থেকে কোমর সমান ময়লা-আবর্জনা অপসারণ করে প্রায় এক কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল, মরিয়মনগর ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক মো. তারেক, সহ-অর্থ সম্পাদক আহমদ উল্লাহসহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
এদিকে উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার অনুরোধ করেন এবং পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







