বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা মিলনায়তন (স্বাধীনতা) এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, ওসি তদন্ত খাইরুল ইসলাম খান, প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ শহিদুল হক, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুন, শরৎ চন্দ্র বড়ুয়া, বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ শাকিল।
উপজেলা সহকারী অফিসার রঞ্জন সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াত করেন- শিক্ষার্থী মুনতাসির আবরার তাহসিন, গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্ণব সিকদার, ত্রিপিটক পাঠ করেন শিক্ষার্থী উৎস বড়ুয়া এবং দলীয় সংগীত পরিবেশন করেন কধুরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়-গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।