পড়া হয়েছে: ২৯
বোয়ালখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। এরই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন,কে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন,কে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবকে।
উল্লেখ্য,মোহাম্মদ মামুন গত বছরের ১৬ জুন বোয়ালখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।