চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বিক্রির সঙ্গে জড়িত মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বোয়ালখালী সেনা ক্যাম্প (এডি–৪৮)-এর ওয়ারেন্ট অফিসার মশিউরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক আলমগীর কধুরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কধুরখীল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় নুর হোসেন সওদাগরের ছেলে বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অভিযানের সময় আলমগীরের কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





