পড়া হয়েছে: ২৮
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে ১৩শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শাকপুরা বাজারে এ ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।
এসময় তিনি জানান,নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই দোকানদার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আদালত পরিচালনার সময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। তিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
চাটগাঁ নিউজ/এমআর