বোয়ালখালীতে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে উত্তর ভূর্ষি এলাকার বিল হতে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ছিল প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১১ফুট।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামে বিলের পানিতে বসানো মাছ ধরার ফাঁদে ধরা পড়ে ১১ ফুট লম্বা এই অজগর সাপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গগণ মাস্টারের বাড়ির পাশের বিলের পানিতে মাছ ধরার জন্য ফোতা (ফাঁদ) বসিয়েছিলাম। সকাল ৮টার দিকে সেটি তুলতে গিয়ে দেখি বিশাল এক অজগর সাপ তাতে আটকা পড়েছে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন অজগরটি উদ্ধার করেন।

এসময় আমির হোসাইন শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি হবে। সাপটি নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার হওয়া সাপটি বন বিভাগের সাথে কথা বলে জঙ্গলে অবমুক্ত করা হবে। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি অজগর উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এমকেএন

Scroll to Top