বোয়ালখালীতে হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে বন্যহাতির হামলায় আহত শ্রমিক বিধান দে’র (৪৮) পাঁচদিন পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার(৩১ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

নিহত বিধান দে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার মৃত ঝুনুরাম দে’র ছেলে। তার দুই ছেলে রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড়ে বন্য হাতি আক্রমণে চারজন কৃষক আহত হয়। এতে গুরুতর আহত হন বিধান দে।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এআইকে

Scroll to Top