বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ মোঃ ইমরান হোসেন মুন্না (৩৮) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল এলাকায় লে. কর্ণেল সালাহ উদ্দিন আল মামুন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

এসময় তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র ১ টি, দেশীয় অস্ত্র- ৫ টি, নগদ অর্থ- ৮৯ হাজার ৮শত ২৫ টাকা, বিদেশী অর্থ ১১০ দিরহাম, স্মার্ট মোবাইল ২ টি, অবৈধ সিমকার্ড ৬৮ টি উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, আটককৃত আসামী বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকার বাসির তথ্যমতে তাকে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএ

Scroll to Top