বোয়ালখালীতে সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণের জন্য সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

এ সময় তিনি জানান, চারটি কোম্পানির ১২ কেজি সিলিন্ডার গ্যাস প্রতি সেট ১৪০০ টাকা করে বিক্রি করা হয়েছে এবং মোট ৭৭০ জন মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

গ্যাস কিনতে আসা তৌহিদ বলেন, এখান থেকে সুলভ মূল্যে গ্যাস কিনতে পারছি, তাই খুব ভালো লাগছে। এতে আমাদের সংসারে বড় উপকার হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top