পড়া হয়েছে: 79
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আরকান সড়কের দুপাশে নির্মাণ সামগ্রী রাখায় মোহাম্মদ মুনির নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) উপজেলার পৌরসভার আরকান সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ পৌরসভা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করা থেকে বিরত থাকতে অন্যদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন