বোয়ালখালীতে লোনা-বর্জ্য পানির কারণে কপাল পুড়ল কৃষকের

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে লবণাক্ত ও শিল্পবর্জ্য পানিতে সেচ দিয়ে কপাল পুড়ল সারোয়াতলী ইউনিয়নের কনজুরী গ্রামের পশ্চিম বিলের কৃষকের। এবার বোরো চাষ করেনি প্রায় ৫ শতাধিক কৃষক। অনাবাদি পড়ে আছে প্রায় ২৫০ একর চাষযোগ্য জমি।

কর্ণফুলীর পানিতে লোনাপানি ছাড়াও শিল্প-কারখানার বর্জ্যপানির কারণে সংকটে পড়েছে বোরো আবাদ। সাগর ও নদী উপকূলীয় এলাকা হওয়ায় লবণাক্ত পানি ছড়িয়ে পড়েছে। এসব কারনে শত শত কৃষক বোরো চাষে বিমুখ হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষক ওয়াহিদ বলেন, এখন আগের মতো অনেকেই চাষ করতেছে না। অনেক খালি জমিতে চাষ হয় না। নানা ধরনের কারখানার বর্জ্য ও খালের লোনা পানির কারণে কৃষকরা চাষ করতে চাই না। তাই শত শত কৃষকও এখন বেকার। আমিও বোরো চাষ করেছি, কিন্তু পানির অভাব এখানে। পানির সংকটের কারণে খাল থেকে পানি দিয়েছিলাম কিন্তু খালের পানি দেওয়ার কারনে আমার ফসল নস্ট হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির মধ্যে আছি।

কৃষক নুরুল ইসলাম বলেন, সরকারের মূখ্য উদ্দেশ্য হল অনাবাদি জায়গা আবাদি করতে আমরা বিভিন্ন সমস্যার কারণে আবাদি জমিও অনাবাদি হয়ে যাচ্ছে। আমরা একদিকে আর্থিক সমস্যা অন্যদিকে লবণাক্ত পানি সব মিলিয়ে ক্ষতির মুখে আমরা।

বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, আমি নিজে সরজমিনে পরিদর্শন করেছি। রায়খালী খালে কিছু কারখানার ময়লা আবর্জনা পড়তে দেখেছি। আমরা বিষয়টি আরো যাচাই-বাছাই করে দেখব। খালের পানি পুরোটা সেচের অনুপযোগী হয়ে গেছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top