পড়া হয়েছে: 74
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখল হওয়া প্রায় ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন থেকে কানুনগোপাড়া সড়কের লেভেল ক্রসিং বুড়ি পুকুর পাড় এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।
এতে নেতৃত্ব দেন রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার বর্গফুট বা ৩৪ শতক জমি উদ্ধার করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলভূমি উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন