বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলায় মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এক বন্ধুকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ইমামনগর এলাকার ৬ নং ওয়ার্ড পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি কধুরখীল ইমামনগর এলাকার আবদুল নবী মিস্ত্রির বাড়ির মো. সোলাইমান বাবুর্চির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। জিসান মৃত্যুর আগে গভীর রাত পর্যন্ত এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বাবা মো. সোলাইমান বাবুর্চি জানান, প্রায় এক মাস আগে কক্সবাজার যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল জিসান। পাঁচ-ছয় দিন পর বাড়িতে ফিরে সারাক্ষণ মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত। পরিবারের কারো সঙ্গে সে কথা বলত না। এমনকি ঘরের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার মায়ের স্বর্ণালঙ্কারও বিক্রি করে দিয়েছে। হয়তো কোথাও ঋণ হয়েছিল, কিন্তু আমাদের কিছু বলেনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top