বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিকা সর্দার উত্তর সর্দারপাড়ার বাসিন্দা গণেশ সর্দারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকালে বাড়ির পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল তার মেয়ে। এ সময় একটি দ্রুতগতির হাইস মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রান্তিকা গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় প্রান্তিকাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাবেয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top