পড়া হয়েছে: ৩৬
সিপ্লাস ডেস্ক: বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাইসা (১৪) নামের এক শিশু।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাইসা রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল মনসুরের মেয়ে।
সে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।