পড়া হয়েছে: ৬৫
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় চোরাই মদসহ জয় দে(২৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পূর্ব শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত জয় দে উপজেলার পূর্ব শাকপুরা এলাকার ননী ড্রাইভার বাড়ি,র মৃত বাবুল দে,র ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।