মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর-আগুন

বোয়ালখালী প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের ভাতিজা আবেশ বলেন, বিকেলে একটি ট্রাকে করে কয়েকজন দুর্বৃত্তরা এসে কবরে হামলা করে। এসময় তারা ভাঙ্গচুর করে এবং অগ্নিসংযোগ করে।  খবর পেয়ে আমরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। তিনবারের নির্বাচিত সংসদ সদস্যের কবরে দুর্বৃত্তদের হামলা এটা খুবই দু:খজনক, আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থার নেওয়া হবে।

এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, আমরা ৯৯৯ লাইনে কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা চেষ্টা করছি কে বা কারা হামলা করেছে তাদের সনাক্ত করার জন্য।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এআইকে

Scroll to Top