পড়া হয়েছে: ৩০
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভার রেললাইন সংলগ্ন বাজারে মূল্য তালিকা না থাকা ও অবৈধভাবে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) এইঅভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।
এসময় তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা না রেখে ব্যবসা পরিচালনা ও অবৈধ ভাবে ফুটপাতে দোকানের মালামাল রেখে জনভোগান্তি সৃষ্টি করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।