বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ করে বেড়েছে সাপের উপদ্রব, বিশেষ করে বিষধর সাপের কামড়ের ভয়ে আতঙ্কিত থাকে মানুষ। বর্ষার কারণে সাপের আবাসস্থল থেকে বেরিয়ে আসে এবং মানুষের কাছাকাছি চলে আসে, যার ফলে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তেছে।
এতে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সাপে কাটার আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই সাপের ভয়ে রাতের বেলা চলাচল বন্ধ করেছে দিয়েছেন।
শাকপুরা এলাকার বাসিন্দা আতাউর রহমান চৌধুরী রানা বলেন, সম্প্রতি সাপের উপদ্রব দেখা যাচ্ছে। এক যুবক মারা গেছে। কয়েকটি সাপ স্থানীয়রা মেরে ফেলেছে। এতে স্থানীয় মানুষজন আতঙ্কে রয়েছেন। সাপ নিধনে সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত জুন মাসে সাপের কাটার ৪ জন রোগী ভর্তি হয়। তারমধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। জুলাই মাসে ৮ জন রোগী ভর্তি হয় তারমধ্যে ৭ জুন পুরুষ ও ১ জন মহিলা। এছাড়া আগস্ট মাসে ১৬ তারিখ পর্যন্ত ২৯ জন রোগী ভর্তি হয় তারমধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন মহিলা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, আমরা অ্যান্টিভেনমসহ সাপে কাটা রোগীর চিকিৎসা সামগ্রী প্রস্তুত রেখেছি। আমাদের সকল চিকিৎসককে সাপে কাটা রোগীর চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, যেকোনো সময় চিকিৎসকরা যাতে বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন, সে জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন